আমেরিকান কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা আর নেই
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা। ফাইল ছবি।
যুক্তরাষ্ট্রের থিয়েটারের কিংবদন্তি অভিনেত্রী চিটা রিভেরা মারা গেছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী ছিলেন।
পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, দুইবার টনি অ্যাওয়ার্ডজয়ী এই তারকা মৃত্যুর আগে কিছুটা অসুস্থ ছিলেন।
ব্রডওয়ে প্রোডাকশন (মঞ্চ নাটক) ‘ওয়েস্ট সাইড স্টোরি’র মূল চরিত্র আনিতা কিংবা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’র নামভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে মুখপাত্র মার্লে ফ্রিমার্ক বলেছেন, ‘খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, আমাদের প্রিয় ব্রডওয়ে আইকন চিটা রিভেরা মারা গেছেন। তার সঙ্গে আমার বন্ধুত্ব ৪০ বছরের বেশি সময়ের।’
চিটা রিভেরার পুরো নাম ডলোরেস কনচিটা ফিগুয়েরা দেল রিভেরো অ্যান্ডারসন। তার জন্ম ১৯৩৩ সালের ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ১৯৫০ সালে মঞ্চনাটক ‘গাইজ অ্যান্ড ডলস’-এ নৃত্যশিল্পী হিসেবে তার অভিষেক হয়।
