‘হানি শট’ : গ্যালারির দর্শক থেকে তারকা
ফিচার ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার | আপডেট: ১১:১৬ পিএম, ২০ জুলাই ২০১৮ শুক্রবার
‘হানি শট’। বর্তমান বিশ্বকাপের আলোচিত সমালোচিত বিষয়। বিশ্বকাপের শুরুতে এ হানি শট নিয়ে কেউ কথা না বললেও এখন খোদ ফিফাই এর বিরুদ্ধে। অথচ এ হানি শট থেকেই তারকা হয়েছেন পামেলা এন্ডারসর্ন। পামেলার মতই এ হানি শট দিয়েই রাতারাতি গ্যালারীর দর্শক থেকে তারকা বনে যান নাটালিয়া বেটটানকুর।
এবারের ফুটবল বিশ্বকাপে খেলা চলাকালীন সময়ে গ্যালারি থেকে বেছে বেছে সুন্দরী নারীদের ছবি প্রচারে আপত্তি তুলেছে নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রচারের দায়িত্বে থাকা ক্যামেরাগুলো বৈচিত্র্য তুলে ধরতে আকর্ষণীয় ও সুন্দরী সমর্থকদের অনেকসময়ে ‘জুম’ করে বা খুব বড় করে তুলে ধরে।
এবারের বিশ্বকাপে হানি শট বিষয়টি বেশ জোরেশোড়েই প্রচার হচ্ছে। তবে এখনও অনেকেরই হানি শট সম্পর্কে কোন ধারণা নেই। আসলে আকর্ষণীয় ও সুন্দরী সমর্থকদের অনেক সময়েই `জুম` করে বা খুব বড় করে তুলে ধরাকেই ভিডিওগ্রাফির পরিভাষায় বলা হয় `হানি শট`।
বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারের দায়িত্বে থাকা ক্যামেরাগুলো বৈচিত্র্য তুলে ধরতে আকর্ষণীয় ও সুন্দরী সমর্থকদের অনেকসময়েই `জুম` করে বা খুব বড় করে তুলে ধরে। এ বিষয়টি নতুন নয়। কানাডায় একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে এমনই `হানি শট` থেকে পরবর্তীতে বিশ্বখ্যাত হয়েছেন এমন একজন তারকা হলেন পামেলা এন্ডারসন। যখন এ বিষয় নিয়ে ফিফা দ্বিমত তখন এর পক্ষে সাফাই গাইলেন নাটালিয়া। আর গাইবেন নাই বা কেন? একজন দর্শক থেকে সহসাই আর্ন্তজাতিক মানের সেলিব্রিটি হওয়ার ভাগ্যটাতো তার কপালেই জুটেছে।
বিশ্বের ক্ষমতাবান ও প্রভাবশালী নারীদের নিয়ে বিবিসির ১০০ নারী সিরিজে স্থান পাওয়া নাটালিয়া বেটটানকুর এখন টোটাল সেলিব্রিটি। এই সেলিব্রিটি হওয়ার গল্পের সূত্রপাত ৪ বছর আগে। ২০১৪ সালের ব্রাজিল ও কলম্বিয়ার খেলায় গ্যালারিতে নিজ দেশের সমর্থন জানাচ্ছিলেন নাটালিয়া। সেসময় তার ছবির প্রচার পরবর্তী জীবনে নাটালিয়াকে করে তোলে একজন মডেল এবং টিভি ব্যক্তিত্ব। ‘আমার কোনো ধারণাই ছিল না কখন ক্যামেরা আমাকে জুম করে তুলে ধরেছে। আর সেই সাথে অবশ্যই জানতাম না যে পরবর্তীতে কী হবে এর ফল’ বিবিসিকে এভাবে সে সময়ের কথা জানিয়েছেন নাটালিয়া। এর মধ্যে পপ স্টার রিয়ানার দৃষ্টি কাড়ে নাটালিয়ার ছবি আর তিনি সেটি তার টুইটারে প্রকাশ করেন `কলম্বিয়ান সুন্দরী` শিরোনামে। আর এতেই জীবন বদলে যায় তার।
নাটালিয়া বিশ্বকাপ শেষে ব্রাজিল থেকে ফিরে আসার সময় জানতেনও না যে কি বিস্ময় অপেক্ষা করছে তার জন্যে। নাটালিয়া বলেন যে, "এই ছবি আমার জন্যে মিডিয়ার দরজা খুলে দেয়। এর আগে আমি আমার বন্ধুর সাথে একটি নির্মাণ সামগ্রী সরবরাহ কোম্পানি খুলেছিলাম।"এক মাসের মধ্যে নাটালিয়া চলে আসেন পুরুষদের একটি ম্যাগাজিনের প্রথম পাতায়। এখনো বন্ধুর সাথে তার সেই নির্মাণ সামগ্রীর কোম্পানিটি থাকলেও নাটালিয়া দেশটির অনেকগুলো পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি তিনি কাজ করছেন চুলের সৌন্দর্য রক্ষার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে।
নাটালিয়া আরো বলেন, ‘কলম্বিয়ার একটি টিভির রিয়ালিটি শো-তে অংশ নিয়ে আমার সুযোগ হয় সব তারকাদের সাথে অংশ নেবার, নাচানাচি করার।’ ব্রাজিল বিশ্বকাপ ছিল নাটালিয়ার প্রথম অভিজ্ঞতা। এবারও রাশিয়ায় খেলা দেখতে এসেছেন তিনি এবং ইংল্যান্ড কলম্বিয়া ম্যাচে আবারো ধরা পরেছেন টেলিভিশন ক্যামেরায়।
তার মতে, ‘এবারো আমাকে জুম করে দেখানো হয়েছে, আর আমারতো মনে হয় আগের চাইতে আমাকে আরো হাসিখুশিই দেখাচ্ছিল।
ফিফার এখন `হানি শট`এর বিরোধিতা থাকলেও এর পক্ষের যুক্তিও তুলে ধরেছেন নাটালিয়া বেটটানকুর। ‘আমি মনে করিনা এটি খুব আপত্তিকর। ফুটবল যে নারী-পুরুষ উভয়ের জন্যেই খেলা হয় এতে বরং সেটিই প্রমাণ হয়,’ নাটালিয়ার সাফ বক্তব্য।
তথ্যসূত্র - বিবিসি ,রয়টার্স।
