ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৯:০১:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাটক প্রযোজনায় গায়িকা পড়শী

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী একটি রিয়েলিটি শোর মাধ্যমে গান গেয়ে পরিচিতি লাভ করেন। এরপর তিনি একে একে দর্শকদের উপহার দেন অনেক জনপ্রিয় সুপারহিট গান। বর্তমানে এ গায়িকা স্টেজ শো ও নতুন নতুন গান আর অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছর সংগীতশিল্পী ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই পড়শী যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। সবকিছু নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন এই সংগীতশিল্পী।

পড়শী সংগীতের পাশাপাশি অভিনয়েও করতে দেখা গেছে। এর মধ্যেই কাজ করেছেন বেশ কিছু নাটকে। শুধু তাই নয়, ঢালিউড নায়ক শাকিব খানের সঙ্গে তাকে দেখা গেছে বড়পর্দাতেও।  এ বিষয়ে পড়শী বলেন, সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটিকে পুরোপুরি সিনেমায় অভিনয় করা বলা যাবে না। আমার কাছে সেটিকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে। যদিও সিনেমায় আর কখনো অভিনয় করব না। কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও। 

এ গায়িকা বলেন, আমার দুটির কোনোটিই তেমন নেই। একটি বিষয়– সিনেমা করতে অনেক সময় দরকার। সেটি পাঁচ-ছয় মাস বা এক বছর লাগে, সেটি সম্ভব না। আমি এত সময় দিতে পারব না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই থাকতে চাই।

এদিকে গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এ সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক বছর পর গত ১২ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের বিষয়টি জানান পড়শী।

বিয়ের কথা প্রশ্ন করতেই গায়িকা বলেন, আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন একেবারে আলাদা রাখি। শুধু কাজের সময়ই সবার সঙ্গে কথা বলি। বিয়ে তো একান্তই ব্যক্তিগত বিষয়। যাই হোক, সবার কাছে দোয়া চাই— আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি।

উল্লেখ্য, সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন এ সংগীতশিল্পী। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।