ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৫:৪৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রণবীরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক  

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন। তাদের প্রেম ভাঙার মুহূর্ত খুব মসৃণ ছিল না। বেশ তিক্ততার সঙ্গেই সম্পর্কে ইতি টেনেছিলেন তারা। তবে ক্যাটরিনা নাকি আগেই আঁচ করতে পেরেছিলেন, রণবীর তাকে একশ শতাংশ ভালোবাসেন না। কিছু ক্ষেত্রে সাবেক প্রেমিককে ভয়ও পেতেন অভিনেত্রী। নিজেই এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন— ঠিক কোন বিষয়টিকে ভয় পেতেন তিনি।

ক্যাটরিনা বলেন, বিয়ের মণ্ডপে কনের বেশে পৌঁছে যাওয়ার পরও তার মনে প্রশ্ন থেকে যেত— আদৌ কি রণবীর তাকে ভালোবাসেন? অভিনেত্রী বলেন, আমার একটা বিষয় নিয়ে খুব ভয় ছিল। আমি ভাবতাম, এমন যদি হয়— আমি বিয়ের মণ্ডপে বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু বুঝতে পারছি ও (রণবীর) আমাকে ভালোবাসে না।

রণবীর নিজের সিদ্ধান্ত নিয়ে সেভাবে নিশ্চিত ছিলেন না। ক্যাটরিনা বলেন, ও নিজের মনকেই ভালো করে চেনে না হয়তো। তাহলে প্রতিশ্রুতি কীভাবে দেবে? তিনি বলেন, এক দিন আমার হৃদয় ঠিক ভেঙে যাবে, এ ভাবনার ভয় আমার ওপর জেঁকে বসেছিল।

ক্যাটরিনা রণবীরের পরিবারের ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। কিন্তু হয়ে উঠতে পারেননি। অভিনেত্রী বলেন, আমি রণবীরের পরিবারের খুব কাছের নই। তবে আমি হতে চেয়েছি। ওদের সঙ্গে আমি বেশি করে মিশতে চেয়েছি। বিয়ের করার অন্যতম কারণ হলো পরিবার। আমি খুবই প্রতিক্রিয়াশীল মানুষ। আমি যা চাই, তা যদি আমাকে আমার সঙ্গী দেয়, তাহলে আমি সেরা প্রেমিকা হয়ে উঠতে পারি।