ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৩১:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আপাতত কানে যাচ্ছেন না আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৪ মে ২০২৫ বুধবার

অভিনেত্রী আলিয়া ভাট।

অভিনেত্রী আলিয়া ভাট।

কান চলচ্চিত্র উৎসবের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এবারই অভিষেক হওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। তবে আপাতত কানে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে কান উৎসবে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া ভাট। ইতোমধ্যেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেকথা জানিয়েছেন তিনি।

আলিয়া লিখেছেন, ‘যখন আমরা নিজেদের বাড়িতে সুরক্ষিত রয়েছি ঠিক সেই সময়েই অন্ধকারে অনেকে বিনিদ্রা পাহারা দিচ্ছে। যাতে আমরা শান্তিতে ঘুমাতে পারি। নিজেদের জীবন বাজি রেখেছেন তারা। এটা শুধুমাত্র সাহসিকতা নয় বরং এটা বড় আত্মত্যাগ।’