ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৪:৪২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সুখবর দিলেন ‘প্রিয় মালতী’খ্যাত মেহজাবীন

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৮ মে ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রায় এক দশক ধরে ছোটপর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন। সম্প্রতি তিনি বড়পর্দায় পরপর কয়েকটি সিনেমায় কাজও করেছেন। তাই অভিনেত্রীর পরিচয় এখন আরও প্রসারিত ও সমৃদ্ধ। চলতি বছরের শুরুতে মুক্তি পায় মেহজাবীন অভিনীত শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’। সেই সিনেমায় তার অভিনয় বেশ সাড়া ফেলেছিল। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঘুরে বেড়ায় সিনেমাটি। মাস কয়েক আগে লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরেও সেরা সিনেমার পুরস্কার জেতে ‘প্রিয় মালতী’।

সেই সিনেমার সাফল্য ঘিরেই এবার সেরা জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতলেন ‘প্রিয় মালতী’খ্যাত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর এ সাফল্য অর্জনে তার সহকর্মী, অনুরাগী ও ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার সামাজিক মাধ্যমে সেই সুখবরটি জানিয়ে দিলেন ‘প্রিয় মালতী’খ্যাত অভিনেত্রী নিজেই। 

চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের গুণী শিল্পীদের সম্মাননা জানাতে নিয়মিত আয়োজন করা হয় বিআইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। গত শুক্রবার সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্দার সেরা অভিনয়শিল্পীদেরও নির্বাচিত করে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার। সেখানেই ‘প্রিয় মালতি’ চলচ্চিত্রে তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তার ভিত্তিতে ‘সেরা অভিনেত্রী (জনপ্রিয়)’ বিভাগে আইএফএ অ্যাওয়ার্ড জিতে নিলেন মেহজাবীন চৌধুরী।

সামাজিক মাধ্যমে ‘প্রিয় মালতী’খ্যাত অভিনেত্রী সুখবরটি দেওয়ার পাশাপাশি কিছু ছবিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, এদিন তার পরনে ছিল সবুজ রঙের ঝলমলে গাউন। সঙ্গে পুরস্কার গ্রহণের মুহূর্তও। আর ছোট বোন মালাইকা চৌধুরীর সঙ্গেও একফ্রেমে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে কালো গাউনে মুগ্ধতা ছড়ান নবাগত অভিনেত্রী মালাইকা।