আমি সৌভাগ্যবান: জয়া আহসান
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:২২ এএম, ১৫ জুন ২০২৫ রবিবার
জয়া আহসান
জয়া আহসান; দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় একজন বাংলাদেশী অভিনয় শিল্পী। এবার ঈদে মুক্তি পেয়েছে তার দু’টি সিনেমা। সবচেয়ে দর্শক আগ্রহের সিনেমা ‘তাণ্ডব’ এ অভিনয় করেছেন জয়া আহসান। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন- শাকিব খান, সাবিলা নূর প্রমুখ। ‘তাণ্ডব’ এরইমধ্যে দুর্দান্ত গতিতে চলছে দেশের প্রেক্ষাগৃহগুলোতে।
পাশাপাশি তারকাবহুল সিনেমা ‘উৎসব’ এও অভিনয় করেছেন জয়া। তানিম নূর পরিচালিত এ ছবিতে নব্বই দশকের জাহিদ হাসান, আফসানা মিমিসহ আরও অনেকেই কাজ করেছেন। রয়েছেন চঞ্চল চৌধুরী, অপি করিমের মতো তারকারাও। ছবিটি এরইমধ্যে দর্শক প্রশংসিত হচ্ছে। দু’টি ছবির মাধ্যমে দুই শ্রেণির দর্শকদের কাছে বেশ ভালোভাবেই পৌঁছেছেন জয়া।
এদিকে, ছবি মুক্তির পর দু’টি ছবির টিমের সঙ্গেই প্রেক্ষাগৃহে ছুটছেন দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। সরাসরি দর্শকদের সাড়াটা দেখছেন তিনি। সবমিলিয়ে ঢাকায় বেশ ব্যস্ততা যাচ্ছে তার।
জয়া আহসান বলেন, একই ঈদে এমন দু’টি সিনেমায় কাজ করতে পারলাম। সেদিক থেকে আমি সৌভাগ্যবান। ‘তাণ্ডব’ সিনেমার সাড়া কেমন পাচ্ছি সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিটি প্রেক্ষাগৃহেই ছবিটি দারুণ চলছে। দর্শকদের দুর্দান্ত সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন।
তিনি বলেন, ‘উৎসব’ ছবিটির গল্প বেশ নির্মল। এ ছবিটিও দর্শক এতটা পছন্দ করবেন প্রথমে ভাবিনি। আমি সবমিলিয়ে আবেগ আপ্লুত। আশা করছি সামনে আরও ভালো ভালো ছবি দর্শকদের দিয়ে যেতে পারবো।
