এবার কাজে ফিরলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত মাসে বেশ অনাকাঙ্ক্ষিত সময় পার করেছেন এই চিত্রনায়িকা। হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ও পরবর্তীতে কারাগার পর্যন্ত যেতে হয় তাকে। ১৮ মে গ্রেপ্তার হওয়া ফারিয়া কারাগার থেকে জামিনে মু্ক্ত হন ২০ মে।
তবে, কারাগার থেকে বের হয়ে বেশ ভেঙে পড়েন তিনি। কারণ জীবনে প্রথমবার এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন। যার কারণে স্বাভাবিক কাজে এতদিন মনোযোগী হতে পারেননি এ নায়িকা।
এদিকে, ধীরে ধীরে এখন কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন ফারিয়া। তারই ধারাবাহিকতায় ফারিয়া গতকাল নিজের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কাজে ফেরার ঘোষণা দিলেন। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জ্বিন-৩’। সে ছবিটি বেশ ভালোই আলোচনায় আসে। ফারিয়ার পারফর্ম করা ‘কন্যা’ গানটিও পায় জনপ্রিয়তা।
এবার একমাস পর কাজে ফিরেছেন ফারিয়া। ছবিতে তাকে দেখা গেছে মাইক্রোফোন হাতে তিনি। বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছে তাকে। যেন নিজ জায়গায় ফিরতে পেরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। ফারিয়া নিজেই ক্যাপশনে জানান, একমাস পর কাজে ফিরেছেন। যদিও কোন কাজের মাধ্যমে ফিরলেন সেটা জানাননি।
তবে ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, নতুন গানে হয়তো ফারিয়া ফিরছেন। তারই কণ্ঠ দিচ্ছেন। আবার অনেকে বলছেন, নতুন সিনেমার ডাবিংয়ে বোধহয় অংশ নিচ্ছেন ফারিয়া।
এদিকে, এর আগে নতুন গান ও সিনেমার কথা জানিয়েছিলেন ফারিয়া। দ্রুতই তার কণ্ঠে নতুন আরও একটি গান প্রকাশ পাবে।
