ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:২৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দর্শকদের মনে বেঁচে থাকতে চাই: সাফা কবির

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির।

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল বাচনভঙ্গি এবং স্বভাবসুলভ ভঙ্গিতে অভিনয় দক্ষতার কারণে বহু আগেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া কাজ নিয়ে পার করছেন খুব ব্যস্ত সময়। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি, কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন।

ছোট বেলার স্মৃতিচারণ করে সাফা বলেন, ‘আমার ছোটবেলাটা বরিশালে অনেক ভেকেশনে যাওয়া হয়েছে, বেশ লম্বা সময় আমি ওখানে ছিলাম। যেটা হয় ছোটবেলায় সবারই নানু বাড়ি থাকে। এখন যেহেতু তারা নেই এজন্য এখন আর যাওয়া হয় না। বরিশাল সব সময় আমার কাছে আবেগের একটা জায়গা।’

সাফার ভাষ্যে, ‘বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। একটা জায়গা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে পেয়ারা বাগান। আমার মনে হয় এটা অনেক সুন্দর অভিজ্ঞতা যে নৌকায় করে পেয়ারা বিক্রি করা হয় এবং নৌকায় করে যাওয়ার সময় সব পেয়ারা বাগানগুলো দেখা যায়। এছাড়াও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে পেয়ারা বাগান আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা।’

কাজ নিয়ে সাফা বলেন, ‘যেখান থেকে আমার যাত্রাটা শুরু ওটা আমার কাছে ম্যাজিকাল একটা প্রডাকশন ছিল। এরপর আমি কখনো ভাবিনি আমি অভিনয় করবো বা আমি একজন অভিনেত্রী হতে চাই।’

দর্শকদের কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী জানান,‘আমার কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা দেয়, সম্মান দেয়। এটার পরে আমার মনে হয় আরও ভালো কিছু করতে হবে আরও ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই।’

সবশেষে তিনি বলেন, ‘নিজেকে ৫ বছর পর এখন যেখানে আছি এর থেকে বড় জায়গায় দেখতে চাই। দেখতে চাই যে আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে। যেসব কাজ দর্শকদের মাঝে আছে এবং দর্শকরা সে কাজ নিয়ে কথা বলছে। যে কাজগুলোর জন্য আমাকে মনে করছে। আমি দেশের বাইরেও কাজ করতে চাই।