ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ৩:১৭:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১১ পিএম, ২ জুলাই ২০২৫ বুধবার

প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা

প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা

দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জীনাত রেহানা। অবশেষে আজ তিনি মারা যান।

জানা গেছে, আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত হন জীনাত রেহানা। তার গাওয়া ‘সাগরের তীর থেকে’ গানটি প্রকাশ হয় ১৯৬৮ সালে। গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি।

আধুনিক, আধ্যাত্মিক ও ছোটদের গান- তিন ক্ষেত্রেই তিনি রেখেছেন অনন্য অবদান। তার গাওয়া উল্লেখযোগ্য গানের তালিকায় আছে- ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ ইত্যাদি।

জীনাত রেহানার স্বামী ছিলেন দেশের টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। তিনি আগেই প্রয়াত হয়েছেন।