ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২:০৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কালজয়ী অভিনেত্রী শবনমের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার

কালজয়ী অভিনেত্রী শবনম

কালজয়ী অভিনেত্রী শবনম

বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী শবনমের ৮০তম জন্মদিন আজ। ১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে ক্যামেরার সামনে প্রথম আবির্ভূত হন। এর আগ তিনি এহতেশাম পরিচালিত ‘এদেশ তোমার আমার’ চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

১৯৬২ সালে ঊর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন। ষাট থেকে আশি- দীর্ঘ তিন দশক ধরে একটানা অভিনয় করে নায়িকা খ্যাতি ধরে রেখেছিলেন তিনি। সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন শবনম।

আশিতম জন্মদিন উপলক্ষে আজ রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে সম্প্রচার হবে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘শবনম : রূপনগরের রাজকন্যা’। এটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন সাংবাদিক আবদুর রহমান। অনুষ্ঠানে বলেছেন তার স্মৃতিময় জীবনের নানা গল্প। অনুষ্ঠানটি আইস্ক্রিন ও চ্যানেল আই অনলাইনেও দেখা যাবে।

অভিনেত্রী শবনম এ দেশ তোমার আমার, হারানো দিন, আমার সংসার, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, জুলি, নবারুণ, নাচঘর, নাচের পুতুল, সন্ধি, রাজধানীর বুকে, সহধর্মিণীসহ বাংলা-উর্দু মিলিয়ে ১৮০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।