ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২:০৯:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাকিব খানের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪২ এএম, ১৯ আগস্ট ২০২৫ মঙ্গলবার

টেলিভিশন নাটকের জনপ্রিয় নাম তানজিন তিশা

টেলিভিশন নাটকের জনপ্রিয় নাম তানজিন তিশা

বাংলা চলচ্চিত্রের বিপুল জনপ্রিয় অভিনেতা  শাকিব খানের নতুন সিনেমায় এবার নায়িকা হিসেবে শোনা যাচ্ছে তানজিন তিশার নাম। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমার শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের এ সিনেমার নায়িকা হতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে কোনো কাজ করছেন না। ঈদের আগে দেশের বাইরে গিয়েছিলেন তিনি। ফেরার পরও আর কোনো নাটক, সিরিজ বা সিনেমার শুটিংয়ে অংশ নেননি। 

তিশা বলেন, এটি এক ধরনের ‘লম্বা ব্রেক’। প্রতিটি আর্টিস্টেরই ভালো কাজের জন্য লম্বা ব্রেক দরকার। বিরতি নিলে নতুন কাজের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায়।

তিনি আরও বলেন, আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব। সিনেমা নিয়ে কোনো মন্তব্য করব না। এটা আমার ভক্ত-দর্শকের জন্য চমক।

শাকিব খান এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন- এমনটা জানা যায় সংবাদমাধ্যমের খবরে। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে এ সিনেমার শুটিং শুরু হবে। আর ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে।