ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২:০৩:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফের আইটেম গানে ঝড় তুললেন নুসরাত

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ পিএম, ২৩ আগস্ট ২০২৫ শনিবার

ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

অনেকদিন ধরেই চলচ্চিত্রে মূল চরিত্রে দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনায় ঠিকই আছেন। সবশেষ ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে চাঁদমামা আইটেম সংয়ে পারফর্ম করে ঝড় তুলেছিলেন। এবার আবারও আইটেম গার্লরুপে হাজির হলেন নুসরাত জাহান। এবারও উঠল ঝড়।

এবারের দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ছবি ‘রক্তবীজ-২’। মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেশ। সেই উত্তেজনাই যেন আরও বাড়িয়ে দিলেন ওপার বাংলার নায়িকা নুসরাত জাহান।

শুক্রবার সকালে প্রকাশিত হয়েছে ছবির নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সবুজ পোশাকে নুসরাতকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক, গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।