ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ২:০২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমেরিকান ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের `লোক`

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

গত বছরের কথা—চাকরি করা কিছু তরুণ অল্প পরিসরে, স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলেন মাঠে। নিজেদের নাম দিয়েছিলেন ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস (এফএনএফ)। বন্ধু-বান্ধবকে ক্যামেরার সামনে ও পেছনে নিয়ে একে একে তৈরি করেন ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেই দশ সিনেমার একটি হলো ‘লোক’।

এবার ‘লোক’-এর জন্য এলো আনন্দের সংবাদ। চলচ্চিত্রটি লড়বে যুক্তরাষ্ট্রের ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভালের ফ্ল্যাগশিপ বিভাগ ‘ফ্যান্টাস্টিক শর্টস’-এ। পরিচালক মাহমুদা সুলতানা রীমা ছাত্রজীবনে বেশ কিছু শর্টফিল্ম নির্মাণ করলেও, আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি তার প্রথম অংশগ্রহণ।

তিনি বলেন, ‘লোক’ একটা মেটাফরিক গল্প। হরর আর ফোকলোর জনরার। আমরা চেয়েছিলাম সমাজের কিছু দিক রূপকভাবে এই চলচ্চিত্রে তুলে ধরতে। চেষ্টা করেছি বাস্তবতা আর কল্পনার মাঝামাঝি এক পৃথিবী গড়ে তুলতে, যেখানে দর্শক নিজেকে প্রশ্ন করবে। আন্তর্জাতিক অঙ্গনে এটি গিয়েছে, এজন্য টিমের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমাদের সিনেমা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে—এটাই আমাদের জন্য অনেক বড় সংবাদ।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও জনপ্রিয় জনরা ফিল্ম উৎসব এটি। বিশেষত হরর, সায়েন্স-ফিকশন, ফ্যান্টাসি, অ্যাকশন ও কাল্ট সিনেমার জন্য বিখ্যাত। আগামী ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বসবে এই ফেস্টিভালের ২০তম আসর। ২০০৫ সাল থেকে প্রতি বছর টেক্সাসের অস্টিন শহরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে।

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিনা রহমান তাসনিম। তিনি বলেন, ‘লোক’ আমার জীবনের অন্যতম বিশেষ একটি কাজ। আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ। তিনি এমন একটি চরিত্রে আমাকে ভেবেছেন। কাজ করার সময় ভাবিনি আমাদের সিনেমা দেশের বাইরেও এমনভাবে সমাদৃত হবে। এটা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের, তেমনি গর্বেরও।

‘লোক’-এ আরও অভিনয় করেছেন জাহিদুল হক অপু, রিজভী রিজু, লিমন, শেহরিন খান, আল-আমিন হাসান নির্ঝর, আদেল ইমাম অনুপ, ইবনে নূর রাকিব, সাইফুর রাতুল, অনিক, সৈকতসহ অনেকে।

সাভারের একটি এলাকায় শুটিং হয়েছে ‘লোক’-এর। এই শর্টফিল্মটির নির্বাহী প্রযোজনা ও সম্পাদনা করেছেন কনক খন্দকার। চিত্রগ্রহণ করেছেন রাফি উদ্দিন। সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য। কস্টিউম ডিজাইন করেছেন নাবিলা ইলিয়াছ তারিন এবং আর্ট ডিরেকশন করেছেন সাদিয়া সিরাজ সাবা ও কানিজ ফাতেমা লাবণ্য।