ছেলেকে নিয়ে কানাডায় সময় কাটাচ্ছেন ববিতা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৩ এএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
দেশের কিংবদন্তী অভিনেত্রী ববিতা এখন কানাডায় রয়েছেন। একমাত্র সন্তান অনিকের সাথে সেখানে ঘুরে-বেড়িয়ে সময় কাটাচ্ছেন তিনি। অনিককে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন জায়গায়। কয়েক দিন আগে হ্যালিফ্যাক্সে গিয়েছিলেন তারা। সেখানে পাঁচ দিন ছিলেন।
ববিতা জানান, সেখানে সুন্দর সময় কেটেছে তাদের। তিনি বলেন, অনিকের কাছে হ্যালিফ্যাক্সের গল্প শুনেছি। আমার কাছে অচেনা ছিল। এবার গিয়ে রীতিমতো মুগ্ধ হয়েছি। পাঁচদিন কীভাবে পার হয়ে গেল, টেরই পাইনি।
তিনি বলেন, হ্যালিফ্যাক্সের অনেক ঐতিহাসিক জায়গায় গিয়েছি। সামুদ্রিক খাবার বেশ মজার ছিল। শহরটি আয়তনে ছোট হলেও প্রাণবন্ত এবং আশপাশে রয়েছে দারুণ সব প্রাকৃতিক সৌন্দর্য।
উল্লেখ্য, হ্যালিফ্যাক্স কানাডার নোভা স্কশিয়া প্রদেশের রাজধানী। এটি শুধু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি ও সমুদ্রের অসাধারণ মেলবন্ধনের জন্য বিখ্যাত।
