ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:০৪:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেপ্টেম্বরকে বই উপহার মাস ঘোষণা করেছে চর্যাপদ

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৯ এএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

চাঁদপুরে ‘বই উপহার মাস ২০২৫’ - এর আয়োজন করে চর্যাপদ সাহিত্য একাডেমি। 

চাঁদপুরে ‘বই উপহার মাস ২০২৫’ - এর আয়োজন করে চর্যাপদ সাহিত্য একাডেমি। 

চাঁদপুর জেলায় প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমি আসছে সেপ্টেম্বর মাসকে বই উপহার মাস ঘোষণা করেছে। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ স্লোগানে পঞ্চমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এবারের প্রতিপাদ্য ‘বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধব ঘর।

শুক্রবার শহরের পুরানবাজারস্থ উদয়ন কচিকাঁচার মেলার হল রুমে মঙ্গল প্রদীপ প্রজ্জোলন শেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিজয়ী চাঁদপুরের ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে ও মহাপরিচালক এ্যাড. রফিকুজ্জামান রনির সঞ্চালনায় অতিথির বক্তব্য দেন উদয়ন কচিকাঁচার মেলার সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক আশিক খান, গীতিকবি রবীন্দ্র মজুমদার ও কবি মিজানুর রহমান স্বপন।

এতে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক ও নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা।

অনুষ্ঠানে উদয়ন সংগীত বিদ্যালয়ের শিক্ষক অঞ্জনা সাহা ও মিতু সাহার পরিচালনায় সংগীত পরিবেশন করেন উদীয়মান কণ্ঠশিল্পীরা। বাঁশি বাজান বেলাল শেখ।

বই উপহার মাসের আহ্বায়ক বলেন, মাসব্যাপী চলবে বই উপহার কর্মসূচি। এ মাসে প্রায় এক হাজারের মতো বই উপহার দেয়ার টার্গেট আছে। গত ছয় বছরে ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্যাপদ একাডেমি।