ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৪:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেন ভেঙেছিল উর্মিলার ৮ বছরের সংসার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রেম মানে না বয়সের পার্থক্য। বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর ভালোবেসেই বিয়ে করেছিলেন কাশ্মীরি ব্যবসায়ী মহসিন আখতারকে। বয়সের ব্যবধান নিয়েও সে সময় আলোচনার ঝড় উঠেছিল।

১৯৭৪ সালে মারাঠি পরিবারে জন্ম ঊর্মিলার। মাত্র ৩ বছর বয়সেই অভিনয়ে পা রাখেন ‘কর্ম’ ছবির মাধ্যমে। বর্তমানে তার বয়স ৫০ বছর। অন্যদিকে মহসিন জন্মগ্রহণ করেন ১৯৮৪ সালে। পেশায় তিনি কাশ্মীরি এম্ব্রয়ডারি ডিজাইনের ব্যবসায়ী। ঊর্মিলার চেয়ে বয়সে ১০ বছরের ছোট হলেও তাদের সংসারে তাতে বাধা আসেনি।

২০১৪ সালে মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে প্রথম দেখা হয় ঊর্মিলা ও মহসিনের। দুই বছর পর, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তারা। তবে টানা আট বছরের সংসারের পর হঠাৎই সামনে আসে বিচ্ছেদের খবর।

২০২৪ সালের শুরু থেকেই গুঞ্জন চলছিল, আলাদা হয়ে যাচ্ছেন এই জুটি। প্রথমে এ নিয়ে মুখ না খুললেও শেষ পর্যন্ত বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।

যদিও বলিউডে বয়সের ফারাক থাকা জুটি এর আগেও নজর কেড়েছে। যেমন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস—প্রিয়াঙ্কা নিকের চেয়ে ১০ বছরের বড়। তবে তারা সংসার করলেও ঊর্মিলা-মহসিনের সংসার জীবন দীর্ঘ হয়নি।