ঢাকা, শনিবার ০৬, ডিসেম্বর ২০২৫ ০:৪৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নানা কারণে আলোচনায় থাকেন। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলটপকা মন্তব্য করে, কখনো আবার তাঁর ছবি নিয়ে বিতর্ক হয়। গতকাল রাতে নতুন কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক স্বস্তিকা সম্পর্কে কিছু তথ্য—

নতুন পোস্ট করা ছবিগুলোতে স্বস্তিকার সামনে দেখা যাচ্ছে নানা ধরনের পানীয় গ্লাস। ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘ওহ, আমার বয়স ৪৪। আই লুক সো হট।’ 
 
স্বস্তিকা ছবি পোস্ট করলেই অনেকে নানা ধরনের মন্তব্য করেন। সে কথা মাথায় রেখেই কি না অভিনেত্রী লিখেছেন, ‘যা–ই করি বা না করি, কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে।’ 

স্বস্তিকা আরও লিখেছেন, ‘জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে, বলবে এই বুড়ি বয়েসেও লজ্জা হলো না। আরে মশাই যারা কচি তে নির্লজ্জ তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ 

নতুন পোস্টে ট্রলকারীদেরও একহাত নিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমি আজকাল এদের ট্রল বলে সম্মান দিতে চাই না। এ রকম চরম লেভেলের এন্টারটেইনমেন্ট আর কোথাও পাওয়া যায় না। মানুষ আমাদের এন্টারটেইনার বলে থাকে, আমি ভাই এদের কাছে ডাহা ফেল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে 

পোস্টে স্বস্তিকা জানিয়েছেন, দারুণ জুস খেয়েছেন, তাই ভক্তদের সঙ্গে ছবিগুলো শেয়ার করেছেন। 

স্বস্তিকা জানিয়েছেন, জুসগুলো তৈরি হয়েছে কমলা, মৌরি মিছরির জল, হিমালয় থেকে আনা জড়িবুটির রস আর পাতা কপি থেকে। তাঁর নতুন ছবিগুলোতে ভালো সাড়া দিয়েছেন ভক্তরা। 

১১ ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে ২৭ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৩ হাজারের বেশি।