আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি : সংগৃহীত
বলিউডে নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল টিপ টিপ বারসা পানি গানটি। সেই গানের ভিডিওতে বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের রোমান্সে মেতেছিলেন দর্শকরা। শুধু তা-ই নয়, ভেজা হলুদ শাড়িতে অভিনেত্রীর উচ্ছল যৌবনে কাত হয়েছিলেন তরুণ-যুবকরা। রাতারাতি ফ্যান বেড়ে গিয়েছিল তিন গুণ।
সেই সময় চুটিয়ে প্রেম করছিলেন অক্ষয়-রাভিনা। সেই প্রেমে বয়ে গিয়েছিল বেদনার চোরাস্রোত, যা নিয়ে এখনো বলিউডের অন্দরে আলোচনা হয়। সেই সময়ের এক ঘটনা আজও নাড়া দিয়ে যায় রাভিনাকে।
তাদের প্রেমের খবরে যখন গোটা বলিউড উত্তাল, ঠিক সেই সময় ‘খিলাড়িও কা খিলাড়ি’ সিনেমার সময় অভিনেত্রী রেখার নজর যায় অক্ষয়ের দিকে। অক্ষয়কে সেই সময় চোখে হারাতেন রাভিনা। তখন রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎই অক্ষয় ও রাভিনার প্রেমে লাগে কুনজর। রাতারাতি প্রায় রাভিনার সঙ্গে ব্রেকআপ করলেন অক্ষয় কুমার।
জানা গেছে, এর পরই নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা ট্যান্ডন। বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। তবে এ খবরকে বরাবরই গুঞ্জন বলে উড়িয়ে দেন রাভিনা।
রাভিনা ট্যান্ডন বলেন, আত্মহত্যা নয়, বরং ডায়রিয়া হয়েছিল তার। তবে রাভিনার ঘনিষ্ঠরা আত্মহত্যার খবরকেই সিলমোহর দিয়েছেন বহুবার।
