ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:০৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ধনী হতে এই ৫ অভ্যাস থাকা জরুরি

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ধনী হওয়া একদিনের বিষয় নয়। এটি কোনো রাতারাতি সাফল্যের ওপরও নির্ভর করে না। কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক ভাবে কাজ করে গেলেই একজন সমৃদ্ধশালী মানুষ হওয়া সম্ভব। অনেকেই আছেন, যারা সম্পদ পেয়েও ধরে রাখতে পারেন না। কারণ তাদের আসলে সেসব অভ্যাস থাকে না, যেগুলো ধনী মানুষের থাকে। অর্থাৎ, কিছু অভ্যাসই আপনাকে ধনী হতে ও সম্পদ স্থিতিশীল রাখতে সাহায্য করবে। প্রতিদিনের কিছু অভ্যাস আপনাকে ধনী করে তুলবে। চলুন জেনে নেওয়া যাক-

প্রতিদিন ছোট ছোট কাজ

সম্পদ একবারে তৈরি হয় না, এটি দৈনন্দিন রুটিনে তৈরি হয়। আপনার বাজেট পরীক্ষা করার জন্য, ৫০ টাকা জমা রাখার জন্য বা আপনার লক্ষ্যগুলো আপডেট করার জন্য ১০ মিনিট সময় বরাদ্দ করুন। এটি খুব বেশি সময় নয়, তবে ধীরে ধীরে এই ছোট অভ্যাসগুলো বড় ফল বয়ে আনে।

পড়া

সফল ব্যক্তিরা আজীবন শিক্ষার্থী হন। টাকা, ব্যবসা বা ব্যক্তিগত সমৃদ্ধির ওপর প্রতিদিন কয়েকটি পৃষ্ঠা পড়ার অভ্যাস মানসিকতাকে তীক্ষ্ণ করে তোলে। এটি আরও ভালোভাবে চিন্তা করতে, আরও ভালো সিদ্ধান্ত নিতে এবং এগিয়ে থাকতে সাহায্য করে। তখন আর সবকিছু কঠিনভাবে শেখার প্রয়োজন পড়ে না।

মানি ট্র্যাকিং

আপনি যার হিসাব রাখেন না তা নিয়ন্ত্রণও করতে পারবেন না। নিয়মিত আয়, ব্যয় এবং সঞ্চয় ট্র্যাকিং এসবকিছু নিয়ন্ত্রণে রাখে। এমনকি একটি সাধারণ স্প্রেডশিট বা বাজেটিং অ্যাপও আপনাকে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে এটি বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করতে পারে।

ধারাবাহিকভাবে বিনিয়োগ করা

বাজারের সময় নির্ধারণ করার দরকার নেই; আপনাকে কেবল এতেই থাকতে হবে। প্রতি মাসে সূচক তহবিল বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সামান্য পরিমাণ অর্থও জমা করলে তা বিরাট সম্পদে পরিণত হতে পারে। তাই দ্রুত শুরু করুন, স্থির থাকুন।

নম্র এবং অনুসন্ধিৎসু থাকুন

যারা চুপচাপ সম্পদ তৈরি করেন তারা কৌতূহলী এবং মুক্তমনা থাকেন। তারা ধরে নেন না যে তারা সবকিছু জানেন। তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, অন্যদের কাছ থেকে শেখেন এবং স্থির থাকেন। তাই যখন সাফল্য আসে, তারা বিজ্ঞতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে সম্পদ বৃদ্ধি পেতে থাকে।