ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:১১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টম ক্রুজের সঙ্গে রাত কাটানোর ইচ্ছে প্রকাশ আমিশার

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছোটবেলা থেকে হলিউড তারকা টম ক্রুজের ভক্ত পঞ্চাশের এই অভিনেত্রী। তবে সুযোগ পেলে এক রাত তার সঙ্গে কাটাতে আপত্তি নেই আমিশার; সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী।
 
আমিশা জানান, স্কুলজীবন থেকেই টম ক্রুজকে পছন্দ করেন তিনি। নিজের ঘরে টমের পোস্টার লাগিয়ে রাখতেন, পেন্সিল বাক্সে রাখতেন তার ছবি।

আমিশা বলেন, ‘আমি ছোটবেলা থেকে তার অনুরাগী। তার জন্য যা বলবেন করে দেব। এক রাতের জন্য তার সঙ্গ পেলেও আপত্তি নেই।’

এখনও অবিবাহিত আমিশা। জীবনে অনেক প্রেমপ্রস্তাব পেলেও বিয়ের শর্ত হিসেবে কাজ ছেড়ে দিতে হবে— এমন প্রস্তাব তিনি গ্রহণ করেননি। এ নিয়ে আমিশা বলেন, ‘যারা সত্যি ভালোবাসবে, তারা কাজেও উৎসাহ দেবে।’

২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশার। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘গাদার টু’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন তিনি।