ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২২:১১:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘বান্ধব’ আসছে দুর্গাপূজায়

বিনোদন প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর প্রেক্ষাগৃহে আসছে সুজন বড়ুয়া পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বান্ধব’। দুর্গাপূজা উপলক্ষে আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র।

প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া বলেন, ‘একাধিকবার মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এখন মনে হচ্ছে সময়টা উপযুক্ত।’

‘বান্ধব’ সিনেমাটি নির্মিত হয়েছে এক পরিত্যক্ত শিশুকে ঘিরে। ময়লা-আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন একটি শিশুর বেড়ে ওঠা ও জীবন-সংগ্রামের গল্পই চলচ্চিত্রটির কেন্দ্রবিন্দু। ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌ খান।

নিজের অভিনয় অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা নয়, একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। পুরো যাত্রাটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি দর্শকরা ছবিটি পছন্দ করবেন।’

মৌ খানের পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই গল্প দর্শকের মনে আলাদা আবেদন তৈরি করবে।

বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

প্রযোজনা প্রতিষ্ঠানও বিশ্বাস করে, দুর্গাপূজার উৎসবের আমেজে ছবিটি দর্শকদের সিনেমা হলে নিয়ে আসবে।