বাসায় অগ্নিকাণ্ডে শিশুশিল্পী ও তার ভাইয়ের মৃত্যু
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
জনপ্রিয় শিশু অভিনেতা বীর শর্মা (১০)
গতকাল (রোববার) ভোররাতে ভারতের রাজস্থানের কোটায় একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় শিশু অভিনেতা বীর শর্মা (১০) এবং তার ভাই শৌর্য শর্মা (১৫)। অগ্নিদগ্ধ অবস্থায় বীর ও শৌর্যকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ক্ষুদে এই অভিনেতা এবং তার ভাই। মৃতকালে বীরের বয়স হয়েছিল ১০ বছর ও শৌর্যর বয়স হয়েছিল ১৫ বছর।
এ প্রসঙ্গে কোটা শহরের এসপি তেজস্বিনী গৌতম জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। দুই ভাই ড্রয়িং রুমে ঘুমাচ্ছিল এবং আগুন ওই রুমেই লেগেছিল। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ধোঁয়া দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। অনন্তপুরা থানার ইনস্পেক্টর ভূপেন্দ্র সিং জানিয়েছেন, দুর্ঘটনার সময় তাদের বাবা একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং মা মুম্বাইয়ে ছিলেন।
জানা গেছে, প্রতিবেশীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলেন, ফলে ফায়ার সার্ভিসকে ডাকা হয়নি। আগুনে ড্রয়িং রুম এবং ওই কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে নিহত দুই ভাইয়ের মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিহত বীর-শৌর্যের মরণোত্তর চক্ষুদান করেছেন তার পরিবার, যা তাদের নিজস্ব ইচ্ছা ছিল।
বীর-শৌর্যের বাবা জিতেন্দ্র শর্মা একজন কোচিং সেন্টারে রসায়নের শিক্ষক। বীর একটি টেলিভিশন ধারাবাহিকে শিশু অভিনেতা হিসেবে কাজ করতেন। আর তার দাদা শৌর্য ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মা, রীতা শর্মা, একজন অভিনেত্রী এবং তিনি মুম্বাইয়ে কাজ করেন। রাজস্থানের কোটায় বাবার সঙ্গেই থাকতেন বীর ও শৌর্য।
