ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পূজার সাজে ভিন্নতা

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূজার ঘণ্টা বাজলো ওই! দেখতে দেখতে দশমীর দিন কড়া নাড়ছে দরজায়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমীর দিনকে ঘিরেই আয়োজন থাকে সবচেয়ে বেশি। এসময় সনাতন ধর্মের মানুষেরা নিজ নিজ সাধ ও সামর্থ্য অনুযায়ী সাজ-পোশাক বেছে নেন। পূজার সাজ নিয়ে ভাবনা থাকে তাদের অনেকেরই। তবে মানানসই সাজ বেছে নেওয়া জরুরি। 

কেমন রঙের পোশাক

পূজার পোশাক মানে কেবল লাল আর সাদা নয়। যদিও পূজায় এই রঙের পোশাক প্রাধান্য পেয়ে থাকে, তবে মোটামুটি সব রঙের পোশাকই পরতে পারেন। কোন রঙের পোশাক পরবেন? সেটি নির্ভর করছে আপনার রুচি ও পছন্দের ওপর। আপনি কোন রঙের পোশাক পরতে বেশি পছন্দ করেন বা কোন রঙের পোশাকে আপনাকে বেশি মানায় সে অনুযায়ী পোশাক বেছে নিন। অফহোয়াইট, মেরুন আর গেরুয়া বা কমলা, ফিরোজা, ক্রিম, টিয়া, নীল, সোনালি হলুদ ও মেজেন্টার মতো রঙের পোশাকে নিজেকে সাজিয়ে নিতে পারেন।

চোখ সাজাবেন যেভাবে

চোখ দুটি সুন্দর করে সাজালে আপনাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। ‍উৎসবের সাজে চোখ একটু জমকালো সাজে সাজাতেই পারেন। এতে দেখতে মন্দ লাগবে না। তবে অনেকগুলো গাঢ় রঙ দিয়ে চোখ সাজাতে যাবেন না। এতে দেখতে উদ্ভট লাগবে। আবার খুব জমকালো সাজ পছন্দ না হলে শুধু কাজলেই কাজ সারতে পারেন। তবে আইলাইনার, মাশকারা ও আইশ্যাডোর ব্যবহারে চোখ দুটি আরও মায়াময় করে তুলতে পারেন।

চুলের বাঁধন

উৎসবের দিন কি চুল বাঁধতেই হবে? বাঁধলেই মনে হয় ভালো। কারণ এটিই বেশি আরামদায়ক হবে। তবে আপনি যদি চুল খোলা রেখেই স্বস্তি পান, কোনো সমস্যা নেই। নিজেকে দেখতে যেভাবে বেশি ‍সুন্দর লাগে, সেভাবেই সাজিয়ে তুলুন। যারা চুল বাঁধতে চান তারা খোঁপা কিংবা বেণি করে তাতে ফুল গুঁজে নিতে পারেন। এতে উৎসবের সাজ আরও বেশি পূর্ণতা পাবে।

দিনের সাজ, রাতের সাজ

দিনের বেলা যেভাবে সাজবেন, চাইলে রাতের বেলা তার থেকে আরেকটু ভারী সাজ বেছে নিতে পারেন। পোশাকের ক্ষেত্রেও একই কথা। কারণ রাতের সাজটা জমকালো হলেও দেখতে মন্দ লাগে না। যারা সাজতে খুব ভালোবাসেন, তারা উৎসবের রাতে মন ভরে সাজতে পারেন। তবে খেয়াল রাখবেন, আপনাকে দেখতে যেন উদ্ভট না লাগে। দিনের বেলা যদি হালকা রঙের লিপস্টিক ব্যবহার করেন তবে রাতে একটু গাঢ় রঙের হলেও ক্ষতি নেই। মেকআপও দিনের তুলনায় রাতে কিছুটা ভারী করতে পারেন।