ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২১:০৬:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাকিব-হানিয়াকে নিয়ে যা বললেন সেমন্তী

বিনোদন প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি দেশের শিল্পীদের প্রাপ্ত মূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যে, দেশের তারকারা কি আদৌ সঠিক সম্মান পাচ্ছেন? 

তার মতে, শুধু শাকিব খান ছাড়া অন্য কোনো তারকা দেশের বাইরে গেলে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির-এর মতো আকাশছোঁয়া জনপ্রিয়তা বা জনস্রোত তৈরি করতে পারবেন না।

অভিনেত্রী সেমন্তী সৌমি দেশের বাইরে বিদেশি তারকারা যে বিশেষ মনোযোগ ও আতিথেয়তা পান, তার সঙ্গে দেশি তারকাদের প্রাপ্ত মূল্যায়নের তুলনা করে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের শিল্পীদের আসলে ঐভাবে মূল্যায়ন করা হয় না।’

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উদাহরণ টেনে সৌমি বলেন, ‘আমরা যখন একটা বাইরের কান্ট্রিতে যাব, হানিয়া আমিরকে আমরা যেভাবে প্রায়োরিটি দিলাম বা যতটুকু আতিথেয়তা করলাম, মূল্যায়ন দিলাম। যদি টিকিট সিস্টেম থাকত তাহলে আমার মনে হতো যে ভিড় মানে অনেক ভিড় থাকতো।’

তিনি জানান, দেশের শীর্ষ তারকা শাকিব খানের বর্তমান আকাশচুম্বী জনপ্রিয়তা। তার কথায়, ‘আমাদের কাছে একজন শাকিব খান আছে। সে যখন দেশের বাইরে যায়, এখন তাকে নিয়ে মানুষ উপচে পড়ে। বাট আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না।’

তবে শাকিব খানকে একপাশে রেখে অন্য দেশি তারকাদের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন সেমন্তী সৌমি। অভিনেত্রীর ভাষ্যে, ‘শাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম কোনোদিন উপচে পড়া ভিড় হবে? এরকম হানিয়া আমিরের মতো ভিড়, সেটা তো হবে না।’