ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৯:২২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টেলিভিশন, ওটিটি ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত এই অভিনেত্রী।

গত শনিবার ফেসবুকে একটি ছবি সমেত পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যঘরে ভক্তরা বিভিন্ন নামের প্রস্তাব দেন।’

সেখানে উত্তরও দেন ফারিণ। লেখেন, ‘অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন‍্যবাদ।’  

এরপরই এ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন ফারিণ। সেখানে নিজের মতো করে কিছু করার ইচ্ছে প্রকাশ করেন। বলেন, ‘ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।’

অভিনেত্রী এও জানান, বছরের শেষ দিকে তার গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়েই যাত্রা শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠানটি। গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন।

তবে আপাতত মিউজিক ভিডিও দিয়েই নিজের প্রযোজনা শুরু করতে চাইছেন ফারিণ; নিয়মিত কাজ করারও ইচ্ছে তার।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত নন তাসনিয়া ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি।