অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন সোনাক্ষী
বিনোদন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৪৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বলিউডে যেন খুশির হাওয়া বইছে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের ঘরে নতুন অতিথির আগমন নিয়ে জল্পনার মাঝেই এবার আলোচনার কেন্দ্রে এসেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। এই তারকা দম্পতিও কি এবার মা-বাবা হতে চলেছেন? বলিপাড়ায় এখন এই গুঞ্জনই মুখর।
আলোচনা শুরু হয় সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে সোনাক্ষী-জাহিরের উপস্থিতিকে কেন্দ্র করে। লাল রঙের আনারকলিতে সেজেছিলেন সোনাক্ষী। তবে সবার নজর কাড়ে তার ওড়না। কাঁধ থেকে ওড়নাটি এমনভাবে নেমে এসেছিল যে, অনেকেরই মনে হয়েছে তিনি যেন পেটের অংশটি আড়াল করার চেষ্টা করছেন।
জাহিরের হাত ধরে রেড কার্পেটে অভিনেত্রীর হেঁটে আসার এই ছবি সামনে আসতেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আগুনের মতো ছড়িয়ে পড়ে। অনেকেরই ধারণা, সোনাক্ষী ওড়না দিয়ে তার ‘বেবিবাম্প’ আড়াল করার চেষ্টা করছেন। এমনকি ছবি তোলার সময়ও সোনাক্ষী পেটের কাছে হাত দিয়ে পোজ দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
তবে এই গুঞ্জন কানে গিয়েছে সোনাক্ষীরও। এবার তিনি নিজেই জবাব দিলেন এসব জল্পনার। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই মুহূর্তে এসব ভুল চর্চা থেকে নিজেকে দূরে রাখার উপায় খুঁজে পেয়েছেন।
সোনাক্ষী বলেন, ‘এই মুহূর্তে আমি কোনো কাজ করছি না। ব্যক্তিজীবনে খুব ভালো আছি। তাই এখন এসব গুজবে কান দেব না। যখন আবার কাজে ফিরব, তখন এসব বিষয় নিয়ে কথা বলব। তার আগে নয়।’
