ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৯:২০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অর্কর সঙ্গে কেক কাটলেন পরীমণি 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৭ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করে থাকেন। তবে এবার দেশের বাইরে থাকার কারণে জন্মদিনের আগেই শুরু হলো তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন তার পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক। 

পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তিনি অর্কের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন।

বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নজর কেড়েছে সবার। আগামী ২৪ অক্টোবর পরীমণির জন্মদিন। কিন্তু তার আগেই গতকাল রাতে অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দিলেন।

পরীমণি তার পোস্টে লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’

‘অর্কর সঙ্গে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকাপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি ওর বাসাও এখানে। ও খুব ভালো রান্নাও করে। এক এলাকায় থাকায় মাঝে মধ্যে খাবারদাবার আদান-প্রদান হয় আমাদের।’

অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন জানিয়ে এই নায়িকা লেখেন, ‘দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাই এর মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে বারোমাস আমার কাছে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা!’

শেষে লিখেছেন, ‘আমি এতো খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ‍্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন।’