ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১০:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান! 

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৪ এএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী বিনোদন জগতে নাম লেখাতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে। কোন ছবিতে ঘটতে চলেছে এই অভিষেক?

প্রতিবেদনে আরও বলা হয়, তামিল ছবি 'জেলার ২'-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। এই ছবিতে তিনি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে খল চরিত্রে। 

নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বর্তমানে চেন্নাইয়ে পুরোদমে চলছে ছবির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে মনোরম গোয়াতেও। ২০২৫ সালের জানুয়ারি মাসে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

কেরালার মেয়ে হলেও বিদ্যা বালান মূলত পরিচিত বলিউড অভিনেত্রী হিসেবে। টলিউডের একাধিক ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। 

এর আগে ২০১৯ সালে তিনি 'নেরকোণ্ডা পারবাই' ছবিতে একটি ক্ষণিকের (ক্যামিও) চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারতের মেয়ে হয়েও সেভাবে কখনই তিনি কোনো পূর্ণাঙ্গ দক্ষিণী ছবিতে কাজ করেননি। ফলে, 'জেলর ২' ছবির হাত ধরেই তার দক্ষিণী বিনোদন জগতে যথার্থ অভিষেক ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে ছবির টিমের পক্ষ থেকে শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সেই ঝলকেই অ্যাকশন দৃশ্যের পাশাপাশি শুটিং ফ্লোরের কিছু ছবিও উঠে আসে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে বলে জানা গেছে।