বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি
বিনোদন প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৫ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবার চলচ্চিত্রে ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে। প্রায় ৬ বছরের বিরতি শেষে তিনি আবার সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন।
২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে তানিয়া বৃষ্টির রুপালি পর্দায় যাত্রা শুরু হলেও, চলচ্চিত্রে তিনি তেমন সাফল্য পাননি। এরপর তিনি ছোট পর্দায় নিয়মিত হন। তার অভিনীত সবশেষ সিনেমা ‘গোয়েন্দাগিরি’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে, যার শুটিং হয়েছিল তারও বেশ কয়েক বছর আগে।
অভিনেত্রী জানান, নাটকের ব্যস্ততার কারণে তিনি এতদিন সিনেমা নিয়ে ভাবছিলেন না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন- এমন সম্ভাবনাও তিনি আগে উড়িয়ে দেননি। অবশেষে ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে তার সেই অপেক্ষা শেষ হলো।
তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ।
