ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:২০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘মেয়ের সামনেই আমাকে হেনস্তা করেন অটোচালক’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার রাস্তায় হেনস্তার শিকার হলেন ভারতীয় অভিনেত্রী শামীম আকবর আলি। তার পাঁচ বছরের শিশু কন্যার সামনেই ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে লাঞ্ছিত করেছেন এক অটোচালক। ইতোমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের মীরা রোডে নিজের শিশুকন্যাকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন শামিম। শরীরচর্চা কেন্দ্র থেকে বেরিয়ে একটি অটোতে ওঠেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, স্কুলের সামনে অটো থামতেই কোনো কারণ ছাড়াই অটোচালক তার ওপর চিৎকার শুরু করে দেন।

সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী জানিয়েছেন, ‘হঠাৎ ওই অটোচালক বিরক্ত হয়ে আমার উপর চিৎকার শুরু করে দেন। আমি কেন স্কুলের সামনে অটো দাঁড় করাতে বললাম, তা নিয়ে তিনি চ্যাঁচামেচি করতে থাকেন। দ্রুত ভাড়া দিয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবিও করেন।’

মেয়ের সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিনেত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। দ্রুত মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে ফের সেই অটোতেই ওঠেন তিনি। নিজের আবাসন পর্যন্ত পৌঁছোনোর পরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। তার অভিযোগ, আবাসন চত্বরে পৌঁছাতেই অটোচালক পিছন ফিরে হঠাৎ তার ওপর চড়াও হন। 

অভিনেত্রীর হাত মুচড়ে দেন তিনি। এই অপ্রত্যাশিত ও নির্মম দৃশ্য দেখে ঘাবড়ে যায় তার পাঁচ বছরের কন্যা। ঘটনার পরই অভিনেত্রী দ্রুত স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন এবং অটোর রেজিস্ট্রেশন নম্বর জমা দেন।