ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে হাসপাতালে মাহি

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৫ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরেই হিন্দি টেলিভিশন তারকা জয় ভানুশালী ও মাহি ভিজের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, প্রায় পনেরো বছরের সম্পর্কে নাকি ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি। ঠিক এই পরিস্থিতিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মাহি। তার অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানাতেই ভক্ত ও অনুরাগীদের মনে উদ্বেগ বাড়ে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েডসহ সবরকম পরীক্ষা করা হলেও রিপোর্ট নেগেটিভ আসে। চিকিৎসকরা নিশ্চিত করেন যে, অভিনেত্রী মারাত্মক ভাইরাল ফিভারে ভুগছিলেন। তার সুস্থতা নিয়ে যখন সকলে চিন্তিত, ঠিক তখনই এলো স্বস্তির খবর।

অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাহি। সোশ্যাল মিডিয়ায় পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়ি ফিরে এসেছি।’ 

তবে অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিতে হওয়ায় অভিনেত্রীর মন খারাপ। নিজের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ভাগ করে মাহি জানিয়েছিলেন, তার সবচেয়ে বেশি খারাপ লাগছে শুটিং ফ্লোরে যেতে না পারার জন্য। 

তিনি বলেন, ‘আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে চাই। আমি এই মুহূর্তে যে প্রজেক্টটি করছি, তা আমার স্বপ্নের প্রজেক্ট। এটার জন্য আমি সবকিছু উজাড় করে দিয়েছি। তোমরা প্রার্থনা কর আমি যেন খুব তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে পারি, কাজ শুরু করতে পারি।’