ঢাকা, মঙ্গলবার ১৬, ডিসেম্বর ২০২৫ ২:০৯:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান মানেই যেন দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় যেমন তিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেন, ঠিক তেমনই সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি বেশ নজরকাড়া।

সদ্যই হাতে আপেল ও নতুনআউটলুক নিয়ে বেশ আলোচনায় আসেন দুই বাংলার নন্দিত এই অভিনেত্রী। তার পোশাক নিয়ে সম্প্রতি সমালোচনাও হয়, বিশেষ করে ডিজাইন নিয়ে। এমন আবহের মাঝেই নিজেকে নো-মেকআপ লুকে ধরা দিয়ে ফের আলোচনায় এলেন জয়া। 

সাধারণত স্টাইল আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রীর রূপ-সৌন্দর্য নিয়ে প্রশংসা কম নয়। এমন সময়ে হঠাৎই নো মেকআপ লুকে ধরা দিয়ে রীতিমতো ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। 

এই মুহূর্তে অভিনেত্রী নিজ বাড়িতে নিজের মতো করে ঘরোয়া জীবন কাটাচ্ছেন। তার এই ঘরোয়া লাইফস্টাইল, দৈনন্দিন খাওয়া-দাওয়া এবং পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত তুলে ধরলেন ভক্তদের মাঝে।

শুক্রবার জয়া আহসান তার ফেসবুক থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন। পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী শুধু উল্লেখ করেন- ‘শীতদুপুর।’ ছবিতে দেখা যায়, তিনি রীতিমতো ঘরোয়া, নো মেকআপ লুকে রয়েছেন। কয়েকটি সেলফিতে তাকে দিনের আলোয় রোদমাখা ত্বকে দেখা যাচ্ছে; কোনো কৃত্রিম সাজ ছাড়াই তার স্বাভাবিক সৌন্দর্য স্পষ্ট হয়ে উঠেছে।

ছবিগুলোতে অভিনেত্রীর লাইফস্টাইলের কিছু অংশ উঠে এসেছে। বোঝা যায়, বর্তমানে তিনি খাওয়া-দাওয়া, পারিবারিক সময় এবং পোষ্যদের নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন।

অভিনেত্রীর এই পোস্টটি তার ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; অনেকেই তার এই স্বাভাবিক, রোদমাখা লুকের প্রশংসা করেছেন।