ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ২০:৪২:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে!’

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই কথা বলতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকে। মূলত, সামাজিক মাধ্যমেই ভক্তদের কাছে তা ভাগ করে নেন। এবার এই চিত্রনায়িকার একটি পোস্ট ঘিরে বেশ আলোচনা তার ভক্তদের মাঝে। অনেকের অনুমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক বক্তব্য মনে ধরেছে নায়িকার!

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, “‘আজ এ দেশের মানুষ চায়...’ যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।”

পরীমণির এই পোস্ট প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যও ছিল দেখার মতো। তাদের অধিকাংশই তারেক রহমানের একটি উক্তির সঙ্গে মিল পান; এবং ধরেই নেন- এই নেতার কথাই তুলে ধরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা।

ভক্তদের একটি বড় অংশ পরীমণির এই অবস্থানের প্রশংসা করলেও কিছু নেটিজেন ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। কেউ কেউ নায়িকাকে ‘সুবিধাবাদী’ অবস্থান হিসেবে আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, দীর্ঘ ১৭ বছর পর ঘরে ফিরলেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন তিনি। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজের পাশাপাশি তারকা অঙ্গনের অনেকেই নানা ধরনের উচ্ছ্বাস ও বার্তা দিয়েছেন। এমন সময়ে পরীমণির এই পোস্ট আলোচনার জন্ম দিল।

এদিন তারেক রহমান সমাবেশে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও নিরাপত্তার কথা তুলে ধরেন। বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে।

তারেক রহমান তার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তির অনুকরণে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান” (আমার একটি পরিকল্পনা আছে)। দেশের ৪ কোটি তরুণ প্রজন্ম এবং কয়েক কোটি নারী ও শ্রমিকের প্রত্যাশা পূরণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।