ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:২০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩২ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় রোজা নামটি। ফেসবুক ট্রেন্ডিংয়ে এখনো পপুলার দেখাচ্ছে। এর কারণ, তার নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম।

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিবাহ বন্ধন মাত্র এক বছর পূর্ণ হতে না হতেই শেষ হয়ে গেছে। বিষয়টি বেশ চমকে দিয়েছে দুজনের অনুরাগী ও শোবিজের মানুষদের।

এরপর থেকেই বর্তমানে চলছে রোজার পুরোনো সব নিয়ে ছবি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা। এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনন্সটাগ্রামের পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওতে দেখা যায়, ‘রোজা স্বপ্ন যাবে বাড়ি আমার’ গানের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করছেন।

সঙ্গে আরও অনেকেই আছেন। এই ভিডিও নিয়েই শুরু হয়েছে তোলপাড়। কারণ ভিডিওতে ২০২১ সালের ৩০ মে আপলোড করেছিলেন। তখন রোজাকে দেখতে একটু অন্যরকমই মনে হচ্ছে। আর এ নিয়েই চলছে আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রোজা। তবে এই বিশেষ দিনটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ‘উদযাপন’-এর নানা খবর ও ছবি নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা। অবশেষে সেই বিভ্রান্তি দূর করতে এবং নিজের বর্তমান দাম্পত্য জীবন নিয়ে মুখ খোলেন তাহসান।