ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ৩:১২:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যে পোশাকগুলো কখনোই ওয়াশিং মেশিনে দেবেন না

লাইফস্টাইল ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২০ এএম, ১৯ জানুয়ারি ২০২৬ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়াশিং মেশিন মানুষের জীবনকে সহজ করে তুলেছে, যা বিজ্ঞানের এক উপহার। তবে ধোয়ার নামে আপনি সবকিছু আপনার এই মেশিনের ভেতরে ফেলে দিতে পারবেন না! আপনাকে বুঝতে হবে যে কিছু পোশাক আছে যা মেশিনে ধোয়ার জন্য নয়, কারণ সূক্ষ্ম ধরনের কাপড় যা জোরে ঘূর্ণন, পানির চাপ বা ডিটারজেন্টের সঙ্গে টিকে থাকতে পারে না। চলুন জেনে নেওয়া যাক কোন পোশাকগুলো আপনার কখনোই ওয়াশিং মেশিনে দেওয়া উচিত নয়-

সিল্ক, সাটিনের পোশাক

আপনার সিল্কের পোশাক, অন্তর্বাস, নাইটিগুলো কখনোই ওয়াশিং মেশিনে দেওয়া উচিত নয়। সিল্ক, সাটিন, বা যেকোনো বিলাসবহুল কাপড় ডিটারজেন্ট, মেশিন, তাপ এবং ঘর্ষণের প্রতি সংবেদনশীল। জোরে ঘষা লাগলেও সিল্ক বা এ ধরনের প্রাকৃতিক চকচকে ভাব হারিয়ে যেতে পারে। হয় ড্রাই ক্লিন অথবা মৃদু ডিটারজেন্ট দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন।

কাশ্মিরী সোয়েটার

কাশ্মিরী সোয়েটার ব্যয়বহুল। এ ধরনের কাপড়ের প্রতি বিশেষ মনোযোগ এবং যত্ন প্রয়োজন। ওয়াশিং মেশিনে ধোয়ার ফলে এ ধরনের কাপড় নষ্ট হয়ে যেতে পারে। মনে রাখবেন, এটি একটি অপরিবর্তনীয় ক্ষতি। তাই ওয়াশিং মেশিনের পরিবর্তে এগুলো স্বাভাবিক তাপমাত্রার পানিতে হাত দিয়ে ধোয়ার অভ্যাস করুন। এতে এই পোশাকগুলো দীর্ঘদিন ভালো থাকবে।

লেদার ও আর্টিফিশিয়াল লেদার

চামড়ার জ্যাকেট, প্যান্ট বা স্কার্ট ওয়াশিং মেশিনে দেবেন না। পানি চামড়ার ন্যাচারাল অয়েলি ভাবের অপূরণীয় ক্ষতি করে। এটি চামড়া ফাটা বা বিকৃত করার কারণ হতে পারে। মেশিনে ধোয়ার জন্য আর্টিফিশিয়াল লেদারও নিরাপদ নয়। এর ফলে ফাটল দেখা দিতে পারে। একটি ভেজা কাপড় ব্যবহার করে আপনার চামড়ার পোশাক পরিষ্কার করতে পারেন অথবা পেশাদার কারও সাহায্য নিতে পারেন। 

ভারী কাজ করা পোশাক

যদি আপনার পোশাকে সিকুইন, পুঁতি বা আয়নার কাজ থাকে, তাহলে এগুলো আলাদাভাবে হাতে ধোয়া উচিত কারণ এগুলো মেশিন-বান্ধব নয়। স্পিনিং সিকুইন বা পুঁতির কাজের ক্ষতি করতে পারে। পুঁতি এবং অন্যান্য জিনিস দিয়ে মেশিনের ফিল্টারও আটকে যেতে পারে। এই ধরনের পোশাকের জন্য আলতো করে হাতে ধোয়া বা ড্রাই ক্লিনিং করার পরামর্শ দেওয়া হয়। 

সাঁতারের পোশাক

সাঁতারের পোশাক দেখতে শক্ত হতে পারে, কিন্তু ভঙ্গুর। মেশিন সাঁতারের পোশাকের তন্তুগুলোকে দুর্বল করে দিতে পারে এবং সেগুলোকে প্রসারিত রাখতে পারে। ক্রমাগত ওয়াশিং মেশিনে ধোয়ার ফলে আপনার সাঁতারের পোশাকের স্থিতিস্থাপকতা দ্রুত ভেঙে যেতে পারে। তাই ব্যবহারের পরপরই স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আপনার সাঁতারের পোশাক ধুয়ে ফেলুন।