ঢাকা, বৃহস্পতিবার ২৯, জানুয়ারি ২০২৬ ০:১০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বনগাঁর অনুষ্ঠানে হেনস্তার অভিযোগ মিমির

বিনোদন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৭ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী

ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী উত্তর ২৪ পরগণার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে আয়োজকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে যান মিমি চক্রবর্তী। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় এক ঘণ্টা দেরিতে সেখানে পৌঁছান তিনি। অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শকরাও দীর্ঘ সময় ধরে তার অপেক্ষায় ছিলেন।

মিমি পৌঁছানোর পরপরই মঞ্চে উঠে পারফরম্যান্স শুরু করেন। তবে অভিনেত্রীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন আয়োজক সংস্থার কয়েকজন সদস্য তাকে হঠাৎ মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তাকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি। পাশাপাশি, যারা তার সঙ্গে ছবি তুলতে মঞ্চে উঠেছিলেন, তাদেরও সরিয়ে দেওয়া হয়।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনার বিবরণ দেন মিমি চক্রবর্তী। সেখানে তিনি বলেন, ‘আমি এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করেছি। কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। কোনো রকম বিতর্কে না গিয়ে আমি সঙ্গে সঙ্গে মঞ্চ ছেড়ে নেমে আসি। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছি। আজ যদি আমি চুপ থাকি, তাহলে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে।’

এই ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে বলেও জানান অভিনেত্রী।

অন্যদিকে, আয়োজকদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তি অনুযায়ী মিমি সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা থাকলেও তিনি রাত সাড়ে ১১টার পর সেখানে উপস্থিত হন। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে দাবি উদ্যোক্তাদের।