ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ২:১৫:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী আসনে এমপি হচ্ছেন সুবর্ণা মুস্তাফা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

সুবর্ণা মুস্তাফা, ফাইল ছবি

সুবর্ণা মুস্তাফা, ফাইল ছবি

দেশে তারকা অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হয়েছেন। শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। 

জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৫০টি সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে।

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলে এমপি হবার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মুস্তাফা।

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ শুক্রবার ৪১ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, অভিনয় জগতে বিশেষ অবদান রাখায় এবছর একুশে পদক পেয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী।