ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ২২:৩৪:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ক্রিকেটের গানে আসিফের সঙ্গে পূজা-ঐশ্বর্য্য

বিনোদন প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২২ মে ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে একটি গান করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের সেই গানটি তখন দেশজুড়ে আলোড়ন তোলে। ১৫ বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন আসিফ।

‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে এবার আসিফের সঙ্গে আছেন কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে যা নির্মাণ করেছেন মাহমুদ মাহিন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে কোনও গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটিও উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে আছে। গানটা প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার।’

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। তাদের মতে আসিফ আকবরের সঙ্গে গানে গানে বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো নিঃসন্দেহে ভালো লাগার মতো একটি ব্যাপার। গানটি এখন সবার কাছে ভালো লাগলেই তাদের সকলের সার্থকতা বলে মনে করেন।

উল্লেখ্য, চেয়ারআপের সৌজন্যে আগামী ২৫ মে গানটি প্রকাশিত হবে যা চেয়ারআপের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

-জেডসি