ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১:৪০:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মশা তাড়াতে যেভাবে ব্যবহার করবেন কর্পূর

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসছে বর্ষা। এ সময়টায় মশার উপদ্রব অনেক বেড়ে যাবে। তখন সতর্ক না থাকলে ডেঙ্গুর মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য নিজের ঘর থেকে মশা তাড়ানোর ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে কর্পূর হতে পারে সহায়ক একটি উপাদান। দেখে নিন কর্পূরের সাহায্যে মশা তাড়ানোসহ অন্যান্য কাজ যেভাবে করবেন-

মশা দূর করতে

কর্পূরের ট্যাবলেট ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন। এটি শুধু মশাই তাড়াবে না, কাজ করবে রুম ফ্রেশনারেরও।

পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পেতে

ক্ষতিকর কীটনাশকের পরিবর্তে পানির সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে দিন। পিঁপড়া দূর হবে।

ছারপোকা তাড়াতে

ছারপোকা তাড়াতে কর্পূর অত্যন্ত কার্যকরী। ছারপোকার সমস্যা থেকে মুক্তি পেতে বিছানার চাদর ধুয়ে তোষক ও ম্যাট্রেস রোদে দিন। এরপর একটি বড় কর্পূরের টুকরো কাপড়ে মুড়ে বিছানা ও ম্যাট্রেসের মাঝামাঝি রেখে দিন। এতে বিছানা ছারপোকার উপদ্রব মুক্ত হবে।

ব্রণ দূর করতে

কয়েক ফোঁটা কর্পূর এসেনশিয়াল অয়েল অন্য কোনও তেলের সঙ্গে মিশিয়ে ব্রণ আক্রান্ত ত্বকে মালিশ করলে ব্রণ ও ব্রণের দাগ দূর হয়।

-জেডসি