আসন্ন বার্ষিক ও মূল্যায়ন পরীক্ষার যে নির্দেশনা মাউশির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ৮ নভেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি
আগামী ১৫ নভেম্বর সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি থাকায় ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষা আয়োজন নিয়েও। চলমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় বিভাগীয় শহর ও প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নভেম্বর মাসের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আমরা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছি।
রাজনৈতিক কর্মসূচির কারণে বিকল্প উপায়ে শিক্ষার্থী মূল্যায়ন বা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আছে কি না, জানতে চাইলে মাউশির পরিচালক বলেন, এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশ না আসায় আগের দেয়া নির্দেশ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। নভেম্বর মাসের মধ্যে সব পরীক্ষা শেষ করতে হবে।
রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ইউসেফ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এর মধ্যে দুটি বিষয়ের পরীক্ষা হলেও কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে একজন মিরপুর-১২ নম্বরের বাসিন্দা দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, অবরোধে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বার্ষিক পরীক্ষার সময়সূচি পিছিয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার (অবরোধ না থাকার কারণে) পরীক্ষা নেয়ার চিন্তা করছে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এর মধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে নাশকতার আশঙ্কায় অনেক অভিভাবক তাদের সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে অসম্মতি প্রকাশ করছেন।
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি বাতিল করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ১৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে হবে বলে জানানো হয়েছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আগামী ১১ থেকে ২৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়াও দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে হলি ফ্লাওয়ার স্কুল, এমডিসি মডেল স্কুল, নাহার একাডেমিসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মতিঝিল আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ একই কথা জানিয়ে গণ্যমাধমকে বলেন, রাজনৈতিক অস্থিরতা বাড়লে এবং অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার হলে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করলে বিষয়টি চিঠির মাধ্যমে মাউশিকে জানানো হবে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, আমরা তা প্রতিপালন করব।
- হোয়াটসঅ্যাপে দেখা যাবে স্ট্যাটাস
- হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা
- বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা
- বিশ্বে করোনায় আরও ১৯৯ জনের মৃত্যু
- ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- ধ্বংসস্তূপের নিচে ৩৭ দিন বেঁচে ছিল যে শিশুটি
- তৃতীয় লিঙ্গের প্রার্থী দিলো লিবারেল ইসলামিক জোট
- বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
- বিয়ের আসরে বউ-শাশুড়িকে গুলি করে হত্যা!
- স্কুল ভর্তি লটারির ফল যেভাবে দেখবেন
- দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
- ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নিয়ে যা জানা গেল
- স্কুলে ভর্তির লটারি আজ
- সতর্ক থাকুন গোপন ক্যামেরা থেকে
- ‘উইমেননিউজ২৪.কম’ পেল আন্তর্জাতিক সম্মাননা
- শহুরে পাখি বাংলা কাঠঠোকরা: আইরীন নিয়াজী মান্না
- সুস্বাদু পালং পোলাও কীভাবে বানাবেন?
- কে পাচ্ছেন সাহিত্যে নোবেল পুরস্কার?
- নারীদের অধিকার সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- সব পত্রিকায় ছোটদের পাতা থাকা উচিত: তথ্যমন্ত্রী
- গৃহশ্রমিক শিশুরা কেমন আছে!
- গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী
- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
- গুলাব কৌর! এক বীর নারী যোদ্ধার গল্প
- আসাদ চৌধুরী আমাদের ভালোবাসা: আমীরুল ইসলাম
- কুমিল্লার গাছিরা খেজুর গাছ প্রস্তুত করছে
- তারাশঙ্করের হাঁসুলী বাঁক ৭৭ বছরে দাঁড়িয়ে
- ভারতীয় নারী: সেকাল থেকে একাল
- হুরহুরে ফুলে ফুরফুরে মন