ঢাকা, সোমবার ১৬, সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩১:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আকস্মিক বন্যা-বৃষ্টিতে ক্ষতি যেসব জেলায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু চীনে ৭০ বছর পর শক্তিশালী টাইফুনের আঘাত রাজধানীতে তীব্র মাথাব্যথা নিয়ে তরুণীর মৃত্যু! সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করছেন প্রধানমন্ত্রী

গ্রামের বাড়িতে ইলিশ পোলাও রান্না করছেন প্রধানমন্ত্রী

দুদিনের সফরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে নিজে হাতেই হাতা-খুন্তি নিয়ে শুরু করে দিলেন রান্না। রান্না করলেন ইলিশ পোলাও। তাঁর হাতের রান্না পাত পেরে খেলেন আত্মীয়স্বজনরা। 
তিনি শুধুমাত্র দেশ শাসন এবং একটি দলকে পরিচালনা করেন না সময় পেলে নিজেই হাতা-খুন্তি নিয়ে রান্না করতেও শুরু করে দেন আগে একাধিকবার মাছ ধরেছেন তিনি। এবার তিনিই আত্মীয়দের নিজের হাতে রান্না করে ইলিশ পোলাও করে খাওয়ালেন শেখ হাসিনা। তাঁর হাতের রান্ন খেয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন আত্মীয়স্বজনরা।
দুদিনের ব্যক্তিগত সফরে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা। বাড়িতে গিয়ে নিজের হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ইলিশ-পোলাও তাঁর নিকটাত্মীয় এবং টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার রাতে সেই খাবারে আয়োজন করা হয়। বঙ্গবন্ধু কন্যার হাতের রান্না করা খাবার খেয়ে দারুণ উচ্ছ্বাসিত তাঁর আত্মীয়রা। সেই রান্নার দারুণ প্রশংসাও করেন টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সদস্যরা। 
সেই মুহূর্তের ভিডিও বুধবার প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের ফেসবুক পেজে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’
তাতে লাইক দেওয়ার সঙ্গে অসংখ্য মন্তব্য করছেন শেখ হাসিনার অনুগামীরা। ওই ভিডিওতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মীয়স্বজনদের মধ্যে দাঁড়িয়ে নিজের হাতে ইলিশ-পোলাও পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায়, সেই জন্য তিনি একটি একটি করে মাছ তুলে দিচ্ছেন তাঁদের পাতে।
জানা গিয়েছে, দুদিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকেলে তারা টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে পৌঁছে স্বজন ও শেখ পরিবারের সদস্যদের জন্য নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করে সবাইকে নিজের হাতে পরিবেশন করে তাঁদের সঙ্গে একসঙ্গে রাতের খাবার খান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলরাও।
তোজাম্মেল বলেন, 'প্রধানমন্ত্রী তাঁর এত ব্যস্ততার মধ্যেও আমাদের নিজের হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে তাঁর সঙ্গে বসে খাবার খেয়েছি। এটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আশা করি আগামীদিনেই তিনি এখানে এসে আবার আমাদের সঙ্গে বসে এইভাবে খাবেন।'