ঢাকা, বৃহস্পতিবার ০৭, নভেম্বর ২০২৪ ১৫:৪৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্ট হিসেবে যেদিন শপথ নেবেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথমেই যে ৭ কাজ করবেন ট্রাম্প মার্কিন নির্বাচনে ৫ বাংলাদেশির জয় নির্বাচনে হেরে যা বললেন কমলা হ্যারিস ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানালেন কমলা ঢাকার রাস্তায় কেউ দোকান বসাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোজাম্মেল বাবু ও তার স্ত্রী-মেয়ের ব্যাংক হিসাব স্থগিত  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক এবং তাদের মেয়ে শাবাবা ইশায়াত হকের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (১৪ অক্টোবর) এ সংক্রান্ত এক চিঠি ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। নির্দেশনায় এ তিনজনের ব্যক্তিগত ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়েছে।


চিঠিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে, সেগুলোর হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল চিঠি দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।


উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করা হয় মোজাম্মেল হক বাবুকে। পরে দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।