ঢাকা, বুধবার ২৯, নভেম্বর ২০২৩ ১০:২৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিএনপির ২৪ ঘণ্টার অবরোধ শুরু স্কুল ভর্তিতে লটারির ফল প্রকাশ, যেভাবে দেখবেন দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ নির্বাচনে অংশ নেবেন না রওশন এরশাদ মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো আরও দুদিন

সাংবাদিকদের ওপর হামলায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আজ বিএনপি-জামায়াতের কর্মসূচী চলাকালে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহের সময় প্রায় ৩০ জন গণমাধ্যম কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলায় সাংবাদিকরা শুধু রক্তাক্তই হননি, দুবৃত্তরা সাংবাদিকদের গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান।

জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ আগামীতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহবান জানান।