ঢাকা, শনিবার ২৭, জুলাই ২০২৪ ১৯:৪৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেই এই তাণ্ডব: প্রধানমন্ত্রী মোবাইল ইন্টারনেট কখন চালু হচ্ছে, জানাল বিটিআরসি পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী ৬ দিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু আজও বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল দক্ষিণ আফ্রিকার প্রথম নারী প্রধান বিচারপতি মান্দিসা মায়া

৮৪ বছর পর ফিনিশ লাইব্রেরিতে ফিরলো বইটি

অনন্ত বাশির | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ মে ২০২৪ বৃহস্পতিবার

স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইয়ের প্রচ্ছদ।

স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইয়ের প্রচ্ছদ।

ফিনল্যান্ডের হেলসিঙ্কির একটি লাইব্রেরি থেকে ধার করা হয়েছিল একটি বই। ৮৪ বছর পর সেই বই ফিরলো তার পুরোনো ঠিকানায়। বুধবার একজন গ্রন্থাগারিক এএফপিকে একথা জানিয়েছেন।

স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইয়ের একটি ফিনিশ অনুবাদ হেলসিঙ্কি সেন্ট্রাল লাইব্রেরি প্রধান ডেস্কে গ্রন্থাগারিক হেইনি স্ট্র্যান্ড গ্রহণ করেন। 

স্ট্র্যান্ড বলেন, বইটি নেয়া হয়েছিল ১৯৩৯ সালের ২৬ ডিসেম্বর। 

স্ট্র্যান্ড জানান, তিনি এতদিনের পুরোনো কোনো বকেয়া বই কখনো ফেরত পাননি। যে ব্যক্তি আনন্দের সাথে বইটি ফেরত দিয়েছিলেন এবং মূল গ্রহীতার মধ্যে কি সম্পর্ক তা জানা যায়নি। 

স্ট্র্যান্ড বলেন, সাধারণত এই ধরনের বই ধার নেবার পর নির্ধারিত তারিখের কয়েক দশক পরে ফেরত দেয়া হয়। লোকেরা মৃত আত্মীয়দের জিনিসপত্র নাড়াচাড়া করতে গিয়ে তার মধ্যে কখনো কখনো অনেক বছর আগের ধার নেয়া বই খুঁজে পান। অনেকে বই খুঁজে পেয়ে লাইব্রেরিতে ফেরত দিয়ে যান।

স্ট্র্যান্ড উল্লেখ করেন, ‘রিফিউজিস’ বইটির বিলম্বিত প্রত্যাবর্তনের একটি সম্ভাব্য ব্যাখ্যা ছিল যে, ১৯৩৯ সালের নভেম্বরে সোভিয়েত ইউনিয়নের ফিনল্যান্ড আক্রমণের এক মাস পরে বইটি ফেরত দেবার নির্ধারিত তারিখটি পড়েছিল। তাই হয়তো গ্রহীতা ফেরত দেবার সুযোগ পাননি।

ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে তথাকথিত শীতকালীন যুদ্ধ ১৯৪০ সালের মার্চ পর্যন্ত চলেছিল, পরে ফিনল্যান্ডের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। 

স্যার আর্থার কোনান ডয়েলের ‘রিফিউজিস’ বইটি একটি ঐতিহাসিক উপন্যাস যা ১৮৯৩ সালে প্রকাশিত এবং ১৭ শতকের ফ্রান্সের পটভূমিতে তৈরি। 

স্ট্র্যান্ডের মতে, গ্রন্থাগার বইটির ১৯২৫ সালে প্রকাশিত একটি সংস্করণ জনসাধারণের জন্য আবার উপলব্ধ করতে পারে কারণ এটি খুব ভালো অবস্থায় পাওয়া গেছে। পুরনো বইয়ের মান নতুন বইয়ের তুলনায় অনেক ভালো।

সূত্র : গালফ নিউজ