ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১২:৩৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

আজ বাজারে শাক-সবজির চালান বেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

রাজধানীর কাঁচাবাজারগুলোতে শাক-সবজির চালান পর্যাপ্ত। সবজির দামও কমেছে। তাই স্বস্তিতে আছেন ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় আজ শুক্রবার অধিকাংশ সবজির দাম ৫ থেকে ১০ টাকা কম। মাছের বাজারেও রয়েছে স্বস্তি বাতাস।

শুক্রবার সরজমিনে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, পরীবাগ, পলাশী ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ২০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা, লাউ প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ২০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, শিম ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ৪০ টাকা, গাজর ৫০ টাকা, মূলা ২০ টাকা, আলু ২০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকা, প্রতি পিস বাধাকপি ২০ টাকা থেকে ২৫ টাকা, প্রতি পিস ফুলকপি ২০ টাকা থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রোকোলি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা প্রতিটি।
 
এ ছাড়া নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে, আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
 
মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৩৫ টাকা, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
 
মাছের বাজারে লাল কোরাল মাছ ৪৫০ থেকে ৫০০, রূপচাঁদা মাছ (বড়) ৮০০ টাকা ও ছোট ৭০০ টাকা, কালো রূপচাঁদা ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৫০০ টাকা, লইট্টা মাছ ১৮০ টাকা, কাতল ২৫০ থেকে ৩৫০ টাকা, বাটা মাছ ৪০০ টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা, আইড় ৫০০ টাকা, বোয়াল ৩০০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, তেলাপিয়া বড় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 
বাজার ঘুরে আরও দেখা গেছে, ভোজ্যতেলের মধ্যে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১০৫ থেকে ১২৫ টাকা, খোলা সয়াবিন ৮০-৮২ টাকা, পাম ৭৬-৭৮ টাকা, চিনি কেজি ৬০ থেকে ৬২ টাকা, ছোলা ৮০ টাকা, খেজুর ১৩০ থেকে ১৬০ টাকা, বেসন ৬০ টাকা, আদা দেশি ২০০ টাকা ও চীনা আদা ৯০ টাকায় বিক্রি হচ্ছে।