ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ৯:০১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার বিল সিনেটে পাস

আজকের বাজার দর

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

রাজধানীতে বেড়েছে আমদানি করা রসুনের দাম। কমেছে আদার দাম। শাকসবজি,মাছ সহ সবকিছুর দাম আকাশছোঁয়া।

আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দরদামের হাসফাসে বিপর্স্ত রাজধানীবাসী। তাই বাজারে যাওয়ার আগে এক পলক দেখে নিন কোন পণ্যের কি দরদাম। যা আপনাকে বাজারের বাজেট তৈরিতে সাহায্য করবে।

সবজির দাম :  টমেটো বিক্রি হচ্ছে ১৪০- ১৬০ টাকা দরে, শিম ৮০ -৯০ টাকা, ফুলকপি ৫০-৬০ আর প্রতি পিস মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

গাজর ৮০-৯০ টাকা,  বেগুন ৫০-৬০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, শসা ৪০ টাকা, করলা ৪০ -৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পটল ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা,  আলু ২৫ টাকা, মরিচ ১২০-১৩০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৩০- ৩৫ টাকা এবং লাউ আকার ভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, লেবু ২০ -৩০ টাকা হালি, পুঁই শাক প্রতি আঁটি ১৫ -২০ টাকা, লাল শাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।

মাছ ও মাংসের দাম: বাজারে রুই মাছ বাজার ভেদে বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকা কেজি, পাবদা মাছ ৪০০-৫০০ টাকা, শিং মাছ ৩০০-৫০০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা ও পাঙাস ১২০-১৫০ টাকা, সরপুঁটি ১৫০-২০০ টাকা, চাষের কৈ ১৬০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির কেজি  ১৩০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকা কেজি। গরুর মাংস ৪৮০-৫০০ টাকা এবং খাসির মাংস ৬৫০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যান্য : দেশি পেয়াঁজ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।   আটা-ময়দার দাম কেজিতে ২ টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে সবধরনের ডালের দাম। বাজারে মিনিকেট মানভেদে প্রতিকেজি ৫৫-৬০ টাকা ও মোটা চাল পাওয়া যাচ্ছে ৪৫-৫০টাকার মধ্যে। বাজারে খোলা সয়াবিন তেল প্রতিকেজি ৮৫ -৯০ টাকা ও চিনি পাওয়া যাচ্ছে ৪৪-৪৫ টাকায়। প্রতিকেজি চায়না রসুন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা। পাইকারি বাজারে আদার দাম কমে বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকা।