ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৮:৩৪:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ইতালি, স্পেন, ফ্রান্সে কমেছে করোনায় মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে করোনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন। অপরদিকে ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স। তবে ক্রমাগত বাড়তে থাকা এই মৃত্যুর মিছিল ইতালি, স্পেন ও ফ্রান্সে কিছু্টা কমে এসেছে।

এসব দেশ ছাড়াও মৃত্যুর সংখ্যা কমেছে যুক্তরাজ্যে। আর ইরান ও নিউইয়র্কে কমেছে আক্রান্তের সংখ্যা। লকডাউনের কারণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে বলে মনে করছেন এসব দেশের কর্মকর্তারা।

করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনের মৃত্যু হয়েছে। গত দুই সপ্তাহে দেশটিতে এটির সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড। দেশটির জনস্বাস্থ্য বিভাগের প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেন, লকডাউনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা কাজে দিয়েছে।

যদিও করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। সেখানে ১৫ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ২৯ হাজার।

একদিনে মৃতের সংখ্যা কমেছে স্পেনেও। ইতালির পর হঠাৎ করেই দেশটিতে ব্যাপক হারে মানুষজন করোনায় মারা যাচ্ছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৭৪ জন করোনা রোগী মৃত্যু হয়েছে। গত ২৬ মার্চের পর যা একদিনে সর্বনিম্ন।

স্পেনে এখন পর্যন্ত স্পেনে ১২ হাজার ৪১৮ জন করোনায় মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। এদিকে রোববার যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৪০৬ জন এবং মৃতের সংখ্যা প্রায় ৫ হাজার।

এছাড়া ফ্রান্সে রোববার ৫১৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যা ধারাবাহিকভাবে কমতির দিকে রয়েছে। ফ্রান্সে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে।

অন্যদিকে ইরানে টানা পঞ্চম দিনের মতো মৃতের সংখ্যা কমেছে। ইরানে এ পর্যন্ত ৩ হাজার ৬০০ জন মানুষ মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা ৫৮ হাজারের মতো। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিন করোনায় নিউইয়র্কে ৬৩০ জনের মৃত্যু হয়েছে। সেখানে সংক্রমিত হওয়ার পরিমাণও কমেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে এই ভাইরাসটির প্রাদুর্ভাব কমে আসলেও তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি