ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৬:১১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে চাঞ্চল্যকর নারী হত্যার বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ এএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

তুরস্কে সাবেক স্বামীর ছুরি হামলায় এক নারীর নিহতের বিচার বুধবার শুরু হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডকে ঘিরে দেশব্যাপী ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে।

এর আগে হত্যাকান্ডের ভিডিও ভাইরাল হয়ে পড়লে নারীর প্রতি সহিংসতা নিয়ে দেশজুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

আগস্ট মাসে আনাতোলিয়া শহরের একটি ক্যাফেতে ৩৮ বছর বয়সী এমাইন বুলুতকে তার সাবেক স্বামী দশ বছর বয়সী কন্যার সামনে একাধিক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে ওই নারী মারা যায়।

মর্মান্তিক এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত বুলুত বিড়বিড় করে তার কন্যাকে বলছে, ‘আমি মরতে চাই না।’

কাঁদতে কাঁদতে কন্যাটি বলছে, ‘ মা, মা তুমি মরো না।
দোষী সাব্যস্ত হলে বুলুতের সাবেক স্বামী ফেদাই ভারানের (৪৩) যাবজ্জীবন কারাদন্ড হতে পারে।

ভারান পুলিশকে বলেছে, বুলুত তাকে অপমান করেছে।

উল্লেখ্য, চার বছর আগে বুলুত ও ভারানের বিয়ে বিচ্ছেদ হয়।

তুরস্কের নারী মানবাধিকার গ্রুপ ‘উই উইল স্টপ ফেমিসাইড’ এর তথ্যমতে, দেশটিতে ২০১১ সালে ১২১ নারী হত্যার শিকার হন। এ সংখ্যা ২০১৭ সালে ৪০৯ এবং ২০১৮ সালে দাঁড়ায় ৪৪০ জনে।

এদিকে ২০১৯ সালের প্রথম নয় মাসে মোট ৩৫৪ জন নারী সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।