ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৩:০৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াবে আগামী সপ্তাহে থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ফিজিতে ঘূর্ণিঝড় টিনোর আঘাত, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৮ জানুয়ারি ২০২০ শনিবার

ফিজিতে ঘূর্ণিঝড় টিনোর আঘাত, নিখোঁজ ২

ফিজিতে ঘূর্ণিঝড় টিনোর আঘাত, নিখোঁজ ২

ফিজিতে গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় টিনোর আঘাতে দু’জন নিখোঁজ রয়েছে এবং দু’ হাজারেরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে আজ শনিবার ক্যাটাগরি-২ ঝড়ে পরিণত হয়ে টঙ্গার দিকে অগ্রসর হচ্ছে। খবর এএফপি’র।

ফিজি আবহাওয়া সংস্থা জানায়, টিনোর ফলে সৃষ্ট দমকা হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে বয়ে যায়। এতে অনেক এলাকা লন্ডভন্ড হয়ে গেছে এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

ফিজির উত্তরাঞ্চলে সরকারের এক সিনিয়র কর্মকর্তা উরাইয়া রাইনিমা জানান, ঝড়ের কারণে প্রায় ২ হাজার ৬শ’ লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।

বাসায় ফিরে যাওয়ার আগে শনিবার তাদের ঘরবাড়ির খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে প্রথমে যে ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছিল বাস্তবে সে রকম ঘটেনি বলে রাইনিমা মনে করেন।

ঝড়টি টঙ্গার দিকে ধেয়ে আসতে থাকায় ইতোমধ্যে এ এর প্রভাবে সেখানে প্রবল বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টি রাতে টঙ্গায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।